ডিএমপির সকল থানার ওসি একযোগে বদলি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানায় বড় ধরনের রদবদল করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির বিষয়টি নিশ্চিত করা হয়। আদেশে বলা হয়েছে— নতুন পদায়ন অবিলম্বে কার্যকর হবে।
বিজ্ঞাপন
এর আগে লটারির মাধ্যমে দেশের ৫২৭টি থানার ওসিদের পদায়ন করা হয়। নির্বাচন ঘিরে দায়িত্বশীল, সৎ ও নিরপেক্ষ কর্মকর্তাদের তালিকা সংগ্রহের পরই এই লটারি অনুষ্ঠিত হয়। যদিও মেট্রোপলিটন এলাকার ১১০টি থানার ওসি নিয়োগ লটারির বাইরে রাখা হয়েছে। এ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পদায়ন অভ্যন্তরীণভাবে সংশ্লিষ্ট কমিশনাররা করবেন বলে জানায় পুলিশ সদরদপ্তর।
সারা দেশে থানার সংখ্যা ৬৩৯টি—এর মধ্যে জেলা পর্যায়ে ৫২৭টি এবং মেট্রোপলিটন এলাকায় ১১০টি। সদ্য অনুষ্ঠিত লটারিতে জেলা পর্যায়ের থানাগুলোতে নতুন ওসি পদায়নের তালিকায় ‘প্রস্তাবিত’ হিসেবে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: হঠাৎ ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল
বিজ্ঞাপন
বিভিন্ন রেঞ্জে নতুন পদায়নের পরিসংখ্যান অনুযায়ী— ঢাকা রেঞ্জে ১৩ জেলায় ৯৮ থানায় ওসি বদলি, চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় ১১১ থানায় পদায়ন, খুলনা রেঞ্জে ১০ জেলায় ৬৪ থানায় বদলি, ময়মনসিংহ রেঞ্জে ৪ জেলায় ৩৬ থানায় পদায়ন, বরিশাল রেঞ্জে ৬ জেলায় ৪৬ থানায় রদবদল, সিলেট রেঞ্জে ৪ জেলায় ৩৯ থানায় পদায়ন, রাজশাহী রেঞ্জে ৮ জেলায় ৭১ থানায় পরিবর্তন এবং রংপুর রেঞ্জে ৮ জেলায় ৬২ থানায় ওসি বদলি।
এর আগে গত ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৬৪ জেলার পুলিশ সুপারদের লটারির মাধ্যমে পদায়ন করা হয়। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর এই ব্যাপক রদবদলকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।








