এমপিও দাবিতে টানা ৪৪ দিন, সচিবালয় অভিমুখে পদযাত্রা

দেশব্যাপী প্রতিষ্ঠিত সকল অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়সমূহ স্বীকৃতি ও এমপিওভুক্তির (মাসিক বেতন আদেশ) দাবিতে গত ২৬ অক্টোবর থেকে টানা ৪৪ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা। টানা অবস্থান থেকে আন্দোলনকারীরা সচিবালয় অভিমুখে পদযাত্রা, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও এবং ভূখা মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
বিজ্ঞাপন
আন্দোলনের ৪৪তম দিনে সোমবার (৮ ডিসেম্বর) প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা সচিবালয় অভিমুখে পদযাত্রা করেন। সচিবালয়ের প্রবেশমুখে পুলিশ তাদের পদযাত্রা ব্যারিকেড দিয়ে থামিয়ে দেয়। এসময় শিক্ষকরা সড়কেই বসে স্লোগান দিতে শুরু করেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার অঙ্গীকার করে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সভাপতি ইলিয়াস রাজ বলেন, “স্বীকৃতি ও এমপিও’র দাবিতে আমরা ৪৪ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছি। কিন্তু সমাজকল্যাণ মন্ত্রণালয় এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। তাই আমরা বাধ্য হয়ে আজ সচিবালয়ে এসেছি। আমরা দাবি আদায় না করে রাজপথ ছাড়ব না। এমপিও'র দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’
বিজ্ঞাপন
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক শারমিন জাহান রিমু তাদের আন্দোলনের করুণ চিত্র তুলে ধরে বলেন, “প্রেসক্লাবের অবস্থান কর্মসূচি থেকে আমাদের একজন শিক্ষক ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। আমরা আর কোনো শিক্ষকের মৃত্যু দেখতে চাই না। দ্রুত সময়ের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিবন্ধী বিদ্যালয়সমূহকে স্বীকৃতি ও এমপিও দিয়ে আমাদের ক্লাসরুমে ফিরে যাওয়ার ব্যবস্থা করুক।’
আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা দৃঢ়কণ্ঠে জানিয়েছেন, তারা কেউই দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। জীবন দিয়ে হলেও দাবি আদায় করে তবেই ঘরে ফিরতে চান তারা।








