Logo

মা-মেয়ের হত্যা: গৃহকর্মী বোরকা পরে ঢুকে বের হন স্কুল ড্রেসে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ ডিসেম্বর, ২০২৫, ১৬:১৮
120Shares
মা-মেয়ের হত্যা: গৃহকর্মী বোরকা পরে ঢুকে বের হন স্কুল ড্রেসে
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে মা লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিজা লাওয়াল বিনতে আজিজ (১৫)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। পরিবারের ধারণা, গৃহকর্মী আয়েশা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত চালাচ্ছে এবং অভিযুক্ত গৃহকর্মীকে খুঁজছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৭টা ৫২ মিনিটে সিসিটিভি ফুটেজে দেখা যায়, গৃহকর্মী আয়েশা বাসায় প্রবেশ করেন। তার গায়ে ছিল কালো বোরকা। এরপর সকাল ৯টা ৩৬ মিনিটে তিনি বাসা থেকে বের হন, তখন তার গায়ে দেখা যায় স্কুল ড্রেস।

বিজ্ঞাপন

নিহত মেয়ে নাফিজা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এদিন ছিল তার শেষ বার্ষিক পরীক্ষা।

নিহতের স্বামী আজিজুল ইসলাম জানান, তিনি সকাল ১১টার পরে বাসায় এসে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। বাসার মেঝে ও দেয়ালে রক্তের দাগ লক্ষ্য করা গেছে।

পরিবার ও প্রতিবেশীরা হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এবং জড়িতকে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাসও চেয়েছেন।

বিজ্ঞাপন

তেজগাঁও জোনের সহকারী কমিশনার ইবনে মিজান জানিয়েছেন, পুলিশ আসার আগে নাফিজাকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মা লায়লা আফরোজের মরদেহও পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পুলিশের আরও তথ্য অনুযায়ী, হত্যায় ব্যবহৃত দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণাদি বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার প্রস্তুতি নিয়েছে।

বিজ্ঞাপন

সূত্র জানায়, গৃহকর্মী আয়েশা মাত্র চার দিন আগে ওই বাসায় নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। তিনি বিহারী ক্যাম্পে থাকেন এবং নিহত পরিবারের কাছে তার কোনো পূর্বপরিচয় ছিল না। পুলিশ তার অবস্থান খুঁজে বের করার জন্য অভিযান চালাচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD