Logo

ডিএমপিতে ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার বদলি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ ডিসেম্বর, ২০২৫, ২০:২৫
28Shares
ডিএমপিতে ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার বদলি
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার এবং সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার চারজন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৭ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এই পদায়ন কার্যকর করা হয়।

পদায়নকৃতদের মধ্যে ডিএমপি হেডকোয়ার্টার্সের উপ-পুলিশ কমিশনার মো. আবু সাইমকে উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগ) হিসেবে, এবং উপ-পুলিশ কমিশনার মো. রেজাউল করিমকে উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-রমনা বিভাগ) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে পারভেজ রানা পিপিএমকে সহকারী পুলিশ কমিশনার (উত্তরা বিভাগ, প্যাট্রল-উত্তরা পশ্চিম) এবং মির্জা মো. সাইজুদ্দিনকে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মোহাম্মদপুর জোন) হিসেবে পদায়ন করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, এই বদলির মাধ্যমে দায়িত্ব পালনকারীদের বর্তমান অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী বিভিন্ন বিভাগের কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD