Logo

বিএনপি নেতার বাসার সামনে বোমা বিস্ফোরণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর, ২০২৫, ১৪:৪৮
69Shares
বিএনপি নেতার বাসার সামনে বোমা বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

ধানমন্ডিতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদের বাসভবনের সামনে রাতের অন্ধকারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে ধানমন্ডি ১ নম্বর রোডে তার বাসার সামনে পরপর দুটি হাতবোমা নিক্ষেপ করা হয়।

বিস্ফোরণের ঘটনায় ধানমন্ডি থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক হাবীবুর রহমান গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ বলেন, যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের দল যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা বিস্ফোরণের পর বিক্ষোভ প্রদর্শন করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং তদন্ত দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

পুলিশ ঘটনার পর থেকেই স্থানটি ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাচাই করছে, এই হামলার পিছনে কে বা কারা যুক্ত এবং কী উদ্দেশ্যে এটি সংঘটিত হয়েছে।

ঘটনাটি রাজধানীর রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে উদ্বেগ তৈরি করেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD