Logo

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ আজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৫, ১২:১৩
5Shares
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ আজ
ছবি: সংগৃহীত

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আজ সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীতে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের আয়োজন করা হয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বানে বিকেল ৩টায় জাতীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

এই সমাবেশের ঘোষণা দেওয়া হয় রবিবার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে।

সেখানে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের জানান, ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে নিয়ে এই সর্বদলীয় কর্মসূচি আয়োজন করা হয়েছে এবং এতে ভারতপন্থি কোনো গোষ্ঠীকে আমন্ত্রণ জানানো হয়নি।

বিজ্ঞাপন

তিনি বলেন, শহীদ মিনার থেকেই ভারতীয় আগ্রাসন ও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেওয়া হবে। একই সঙ্গে দেশপ্রেমিক সব রাজনৈতিক দল ও সংগঠনকে সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে ওসমান হাদির শারীরিক অবস্থার কথাও তুলে ধরেন আব্দুল্লাহ আল জাবের। তিনি জানান, হাদির অবস্থায় এখনো উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইনকিলাব মঞ্চ ও তার পরিবার। চিকিৎসকদের চূড়ান্ত সম্মতি মিললেই তাকে বিদেশে পাঠানো হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে একটি এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া ওসমান হাদির ওপর হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়েও সমালোচনা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব। তার অভিযোগ, ঘটনার পর সংশ্লিষ্ট সংস্থাগুলো নিজেরা তথ্য সংগ্রহে সক্রিয় না হয়ে সংগঠনের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছে। অথচ তাদের দায়িত্ব ছিল হামলাকারীদের গতিবিধি অনুসরণ করে দ্রুত গ্রেপ্তার নিশ্চিত করা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD