Logo

সিভিল এভিয়েশন একাডেমিতে আইকাও অডিট অনুষ্ঠিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর, ২০২৫, ১৭:০২
27Shares
সিভিল এভিয়েশন একাডেমিতে আইকাও অডিট অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

সিভিল এভিয়েশন একাডেমিতে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা (ICAO) কর্তৃক তিন দিনব্যাপী অডিট কার্যক্রম পরিচালিত হয়েছে। এই অডিট কার্যক্রম ২১ অক্টোবর শুরু হয়ে এবং ২৩ অক্টোবর সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

অডিট কার্যক্রম পরিচালনা করেন ICAO Global Aviation Training (GAT) তথা Trainair plus এর অডিটর মি. হার্ভে টুরন (Harvey Touron)।

অডিট চলাকালীন সময়ে সিভিল এভিয়েশন একাডেমির সকল টেকনিক্যাল কোর্স পরিচালনা পদ্ধতি, কোর্স কারিকুলাম, সিলেবাস প্রণয়ন, প্রশিক্ষণে ব‍্যবহৃত টেকনিক্যাল যন্ত্রপাতি তথা বিভিন্ন Simulator Equipment -এর আপডেট ও সংযোজনের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করেন।

সিভিল এভিয়েশন একাডেমি পরিচালিত সকল কোর্স ও প্রশিক্ষণ কার্যক্রমের আন্তর্জাতিক মান ও নিরাপত্তা ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ICAO Certified Instructor ও সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক জনাব প্রশান্ত কুমার চক্রবর্তীর তত্ত্বাবধানে একাডেমির বিভিন্ন ডিসিপ্লিনের কর্মকর্তাগণের সমন্বয়ে গঠিত অডিট টিম এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

অডিট শেষে মি. হার্ভে টুরন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেন। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানে সিভিল এভিয়েশন একাডেমির কার্যকর ভূমিকার সন্তুষ্টি প্রকাশ করেন। একইসঙ্গে সাসটেইনেবল ডেভেলপমেন্টের জন‍্য যুগপোযোগী ট্রেনিং নিড এনালাইসিস পরিচালনার পরামর্শ দেন।

বিজ্ঞাপন

এই অডিটের মাধ্যমে একাডেমির প্রশিক্ষণ ও প্রশিক্ষকের মান আরও উন্নত করার সুযোগ সৃষ্টি হবে বলে কর্তৃপক্ষ আশা প্রকাশ করে। অডিটে প্রাপ্ত সুপারিশসমূহ ভবিষ্যতে একাডেমির উন্নয়ন কার্যক্রমে প্রতিফলিত হবে।

উল্লেখ্য যে, সিভিল এভিয়েশন একাডেমি বর্তমানে দক্ষিণ এশিয়ার অন‍্যতম ICAO TRAINAIR PLUS এর GOLD MEMBER হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD