Logo

‘সিইও অব দ্য ইয়ার’ নিশাত ও ‘সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার’ ফিরোজ

profile picture
জনবাণী ডেস্ক
২৪ নভেম্বর, ২০২৫, ১১:১৫
5Shares
‘সিইও অব দ্য ইয়ার’ নিশাত ও ‘সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার’ ফিরোজ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস-২০২৫ এ ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হয়েছেন ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) নিশাত তাসনিম শুচি।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের চতুর্থ আসরে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। একই আসরে ওয়ালটনের হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক মো. ফিরোজ আলম ‘সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেন।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস-২০২৫ এ নিশাত তাসনিম শুচির হাতে বর্ষসেরা সিইও এর ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি মো. ফিরোজ আলম গ্রহণ করেন ‘সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার’ পুরস্কারের ক্রেস্ট।

বিজ্ঞাপন

স্বীকৃতির জন্য বাংলাদেশ ব্র্যান্ড ফোরামকে ধন্যবাদ জানিয়ে ওয়ালটন মাইক্রো-টেকের সিইও নিশাত তাসনিম শুচি বলেন, দেশের ব্যবসায়িক খাতের অন্যতম মর্যাদাপূর্ণ বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের ‘সিইও অব দ্য ইয়ার’ সম্মাননা পাওয়া নিঃসন্দেহে বড় এক অর্জন। এটি ওয়ালটন পরিবারের প্রতিটি সদস্যের অক্লান্ত শ্রম, মেধা ও নিষ্ঠার ফল বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশন অনলাইন ইউপিএস ব্যাটারি, স্মল অ্যাপ্লায়েন্স ব্যাটারি ও মোটরসাইকেল ব্যাটারি উৎপাদন এবং বাজারজাত করে আসছে। নিশাত তাসনিম শুচির দক্ষ নেতৃত্বে এসব প্রোডাক্ট উন্নয়নের পাশাপাশি বর্তমানে প্রিমিয়াম এসএমএফ কার ব্যাটারি ‘গ্রাভিটন’ উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ২০২২ সাল থেকে দেশের বিভিন্ন ব্যবসাখাতের শীর্ষ করপোরেট ব্যক্তিত্বদের অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস প্রদান করে আসছে। চতুর্থ আসরে বিভিন্ন খাতের ২৪ জন নেতৃস্থানীয় ব্যক্তিত্বকে পুরস্কৃত করা হয়। বার্ষিক একশ কোটি টাকার কম বিজনেস রেভিনিউ প্রতিষ্ঠান ক্যাটাগরিতে এ বছর ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পান ওয়ালটন মাইক্রো-টেকের সিইও নিশাত তাসনিম শুচি।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

‘সিইও অব দ্য ইয়ার’ নিশাত ও ‘সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার’ ফিরোজ