Logo

প্রধান বিচারপতিকে বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর, ২০২৫, ১৮:০০
10Shares
প্রধান বিচারপতিকে বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ | ফাইল ছবি

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বিদায় সংবর্ধনা জানানো হবে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের ১ নম্বর এজলাসকক্ষে প্রধান বিচারপতিকে বিদায় সংবর্ধনা প্রদান করা হবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন এবং অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গত বছরের ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। সংবিধান অনুযায়ী বিচারপতিদের অবসরের বয়স ৬৭ বছর, যা তিনি ২৭ ডিসেম্বর পূর্ণ করবেন। যেহেতু ওই দিন সরকারি ছুটি থাকায় তার শেষ কর্মদিবস হিসেবে বৃহস্পতিবার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

প্রথা অনুযায়ী শেষ কর্মদিবসে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে বিদায়ী বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হয়ে থাকে। ১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর জন্মগ্রহণ করা প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ দীর্ঘ আইনাজীবী ও বিচারিক ক্যারিয়ারের পর সুপ্রিম কোর্টের শীর্ষ পদ থেকে অবসর গ্রহণ করছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD