পাঁচ বছরের সাজা চ্যালেঞ্জ করে আপিল করলেন সাবেক আইজিপি মামুন

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দেওয়া পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি ওই মামলার রাজসাক্ষী হিসেবেও পরিচিত।
বিজ্ঞাপন
সুপ্রিম কোর্টের একটি সূত্র জানায়, গত ১৭ ডিসেম্বর আপিল বিভাগে এই আপিল দায়ের করা হয়। বিষয়টি সোমবার (২২ ডিসেম্বর) নিশ্চিত হওয়া গেছে।
২০২৪ সালের জুলাই–আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। একই মামলায় রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বিজ্ঞাপন
গত ১৭ নভেম্বর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের স্থাবর-অস্থাবর সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেন ট্রাইব্যুনাল।
একই মামলার আরেক অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। তবে এই সাজাকে অপর্যাপ্ত উল্লেখ করে রাষ্ট্রপক্ষ গত ১৫ ডিসেম্বর আপিল করে। রাষ্ট্রপক্ষ ওই আমৃত্যু কারাদণ্ড বাতিল করে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানায়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ওইদিন সাংবাদিকদের জানান, গণঅভ্যুত্থানকালে সংঘটিত অপরাধের জন্য শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে দুটি পৃথক সাজা দেওয়া হয়েছে—একটি আমৃত্যু কারাদণ্ড এবং অপরটি মৃত্যুদণ্ড। আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতেই আপিল করা হয়েছে। আপিলে মোট আটটি যুক্তি উপস্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
এই মামলায় মোট ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যরা, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
এর আগে গত ১০ জুলাই ট্রাইব্যুনাল মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে সাবেক আইজিপি মামুনের রাজসাক্ষী (অ্যাপ্রুভার) হওয়ার আবেদন মঞ্জুর করা হয়। উল্লেখযোগ্যভাবে, এ মামলার বিচার প্রক্রিয়ার বড় অংশ প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার করা হয়।








