Logo

আগামীকাল হাইকোর্টে নির্ধারণ হবে মঞ্জুরুল আহসান মুন্সীর ভাগ্য

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারি, ২০২৬, ১৩:১৩
আগামীকাল হাইকোর্টে নির্ধারণ হবে মঞ্জুরুল আহসান মুন্সীর ভাগ্য
ছবি: সংগৃহীত

কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন ফেরত পাওয়ার বিষয়টি নিয়ে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের শুনানি আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা এই রিটের শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে শুনানির তারিখ নির্ধারণ করেন।

আদালতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানি পরিচালনা করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন।

বিজ্ঞাপন

অন্যদিকে, এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

এর আগে সোমবার (১ জানুয়ারি) মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন। রিট আবেদনে ১৭ জানুয়ারি ইসির দেওয়া সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে। ওই সিদ্ধান্তে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

ঘটনার সূত্রপাত হয় মনোনয়নপত্র যাচাইয়ের সময়। প্রথমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেন এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

বিজ্ঞাপন

আপিলে তিনি অভিযোগ করেন, বিএনপির প্রার্থী ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে শুনানি শেষে ১৭ জানুয়ারি ইসি হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে। এর ফলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে হাইকোর্টের শুনানিতে কী সিদ্ধান্ত আসে, তার দিকেই এখন তাকিয়ে আছে সংশ্লিষ্ট মহল।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD