Logo

হাইকোর্টের রায় স্থগিত, কুমিল্লা-২ আসন নিয়ে ইসির সিদ্ধান্ত বহাল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারি, ২০২৬, ১৩:৩৬
হাইকোর্টের রায় স্থগিত, কুমিল্লা-২ আসন নিয়ে ইসির সিদ্ধান্ত বহাল
ছবি: সংগৃহীত

কুমিল্লা-২ সংসদীয় আসনের সীমানা পরিবর্তন সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে ইসির পুনর্নির্ধারিত সীমানা অনুযায়ীই কুমিল্লা-২ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন সীমানা অনুযায়ী হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত থাকবে এই আসন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ জানুয়ারি) হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল গ্রহণ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ও ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল। নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে অংশ নেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।

বিজ্ঞাপন

এর আগে গত ৮ জানুয়ারি কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেটকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত আসনটির আগের সীমানা পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।

প্রসঙ্গত, গত বছরের ২৪ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করেছিলেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল দেন। সীমানা পুনর্নির্ধারণকে চ্যালেঞ্জ করে ওই আসনের জামায়াত মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আলম রিট আবেদন করেছিলেন।

বিজ্ঞাপন

আইনজীবীরা জানান, আগে কুমিল্লা-২ আসন গঠিত ছিল মেঘনা ও তিতাস উপজেলা নিয়ে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মেঘনা উপজেলাকে কুমিল্লা-১ আসনের অন্তর্ভুক্ত করা হয় এবং কুমিল্লা-২ আসনে যুক্ত করা হয় হোমনা উপজেলা। ফলে বর্তমানে কুমিল্লা-২ আসন হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত।

আপিল বিভাগের সর্বশেষ আদেশের মাধ্যমে নির্বাচন কমিশনের এই সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্তই চূড়ান্তভাবে বহাল থাকল।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD