পারস্পরিক আস্থা বাড়াতে প্রস্তুত: দ্রৌপদীকে শি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


পারস্পরিক আস্থা বাড়াতে প্রস্তুত: দ্রৌপদীকে শি

পাকিস্তানের পরে ভারতের শত্রুর তালিকায় দ্বিতীয় দেশটির নাম চীন। প্রায়ই শোনা যায় দু’দেশের সীমান্তসহ সব বিষয় নিয়ে উত্তেজনা। আলোচিত পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় গত দু’বছর ধরে টানাপড়েন চলছে ভারত এবং চীনের মধ্যে। সেনা ফিরিয়ে নেওয়ার কোনও ইঙ্গিতই দিচ্ছে না বেইজিং। তবে এবার আশার খবর আসলো স্বয়ং চীনা প্রেসিডেন্ট জিনপিংয়ের কাছ থেকে। খবর আনন্দবাজারের।

এই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৬ জুলাই) তাৎপর্যপূর্ণ ভাবে এক বার্তায় শি বলেছেন,“ দু’দেশের মধ্যে পারস্পরিক রাজনৈতিক আস্থা বাড়াতে, প্রত্যক্ষ সহযোগিতা তৈরি করতে এবং মতপার্থক্য কমাতে আমি ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সম্মিলিত ভাবে পদক্ষেপ করতে প্রস্তুত।”

কূটনৈতিক শিবিরের বক্তব্য, ‘ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি। তার সঙ্গে কাজ করার প্রস্তাব দিয়ে কি বিশেষ কোনও বার্তা দিয়ে রাখলেন চীনের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক শি জিনপিং?’ 

তিনি আরও বলেছেন, “ভারত এবং চীন দুটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। এই অঞ্চলের এবং গোটা বিশ্বের শান্তি, উন্নয়ন এবং স্থিতিশীলতা বজায় রাখার প্রশ্নে দুই দেশের ভূমিকা অপরিসীম। এই দুই দেশের বিকাশের সঙ্গে তাদের মৌলিক স্বার্থ জড়িত। দরকার একে অপরের প্রতি বিশ্বাসযোগ্য সম্পর্ক তৈরির।”

এসএ/