ইরানে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৫৩ জন নিহত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ইরানে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৫৩ জন নিহত

ইরানে সম্প্রতি আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫৩ জনে। এই বিপর্যয়ের কারণে কমপক্ষে ১৬ জন এখনও নিখোঁজ রয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর টাইমস নাউয়ের।  

ইরানের আটটি প্রদেশে প্রায় ২৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, তেহরানের উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্বে অবস্থিত দুটি গ্রামে ৩০ জনেরও বেশি লোক নিহত হয়েছে বলে জানা গেছে। ভারী বৃষ্টিপাতের কারণে এই অঞ্চলে ভূমিধ্বসও হয়েছে। 

ইরানে ৩১টির মধ্যে মোট ২১টি প্রদেশ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার অভিযানে যোগ দিতে সেনা সদস্যদেরও আহ্বান করা হয়েছে।

কর্তৃপক্ষ মৃতের সংখ্যার জন্য বাসিন্দাদের দায়ী করেছে। কর্তৃপক্ষের মতে, লোকেরা ঝড়ের মধ্যে বের হয়ে নিরাপত্তা ব্যবস্থাকে উপেক্ষা করেছিল। তবে সমালোচকরা নির্মাণ প্রকল্পে অব্যবস্থাপনার পাশাপাশি দেরিতে সতর্কতার জন্য প্রশাসনকে দায়ী করেছেন।

গত ১০ বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে মারাত্মক বৃষ্টি সংক্রান্ত ঘটনাগুলরর মধ্যে একটি। 

এর আগে ২০১৯ সালে, একটি আকস্মিক বন্যা দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজে ২১ জনের মৃত্যু হয়েছিলো বলে জানা যায়। এদিকে, ২০১৭ সালে, একটি ঝড় উত্তর-পশ্চিম ইরানে ৪৮ জনের প্রাণহানি করেছিলো।

এসএ/