আফ্রিকার বাইরে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


আফ্রিকার বাইরে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু

মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে আফ্রিকার বাইরে প্রথম মৃত্যু হলো ব্রাজিল ও স্পেনে। শুক্রবার (২৯ জুলাই) ৪১ বছর বয়সী একজনের প্রাণহানির খবর জানিয়েছে ব্রাজিল। এর কিছুক্ষণ পরই সংক্রমিত একজনের মৃত্যুর খবর জানায় স্পেন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, দেশে হাজারের বেশি মাঙ্কিপক্সে আক্রান্তের খোঁজ মিলেছে। উপসর্গ রয়েছে পাঁচশোর বেশি জনের। মৃত ব্যাক্তি গুরুতর অসুস্থ ছিলেন। তাঁর শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়েছিল। বাঁচানো সম্ভব হয়নি। 

দেশে আক্রান্তের সংখ্যা তিন হাজারের বেশি। হাসপাতালে ভর্তি শতাধিক। দেশে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে।

১৯৭০ সালে মানবদেহে প্রথম মাঙ্কিপক্স শনাক্ত হয়। কঙ্গোর ৯ বছর বয়সী এক বালকের দেহে ভাইরাসটি ধরা পড়েছিল। এরপর আফ্রিকা থেকে বিশ্বের কয়েকটি মহাদেশে মাঙ্কিপক্সের বিস্তার ঘটে। তবে চলতি বছরের মে মাসে আফ্রিকার বাইরে অসংখ্য মাঙ্কিপক্স রোগীর সন্ধান পাওয়া যায়। বিশ্বজুড়ে মাঙ্কিপক্স দ্রুত বাড়তে থাকায় সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি অবস্থা জারি করে।

মাঙ্কিপক্স রোগটির নামের উৎপত্তি হয়েছে মাঙ্কি (বাঁনর) থেকে। কারণ রোগটি প্রথমে একটি বাঁনরের মধ্যেই পাওয়া গিয়েছিল। 

সূত্র : আলজাজির

ওআ/