এবার লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করলো রাশিয়া
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ইউক্রেন যুদ্ধের জেরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে গ্যাস সরবরাহ কমিয়ে দেয়ার ঘোষণা আগেই দিয়েছিল মস্কো। এ সংকট নিয়ে দিশেহারা ইউরোপ। এরইমধ্যে এবার ইউরোপের আরেক দেশ লাটভিয়ার গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিলো রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার (৩০ জুলাই) থেকে শর্ত ভঙ্গের অভিযোগ এনে লাটভিয়ায় গ্যাস বন্ধ করে প্রতিষ্ঠানটি।
লাটভিয়ান এনার্জি পলিসির ডেপুটি স্টেট সেক্রেটারি এডিজস সাইকানস বলেছেন, লাটভিয়া ইতিমধ্যেই ১ জানুয়ারী, ২০২৩ থেকে রাশিয়ান গ্যাস আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে হঠাৎ করে গ্যাজপ্রমের এ পদক্ষেপে দেশটির ওপর প্রভাব পড়বে।
এর আগে বুধবার ইউরোপে নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের মাধ্যমে সক্ষমতার প্রায় ২০ শতাংশ গ্যাস সরবরাহ কমিয়েছে গাজপ্রম।
গত সোমবার এক বিবৃতিতে গ্যাজপ্রম জানায়, নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইনের আরেকটি টারবাইন বন্ধ করার কারণে দৈনিক গ্যাসের উৎপাদন ২০ শতাংশ হ্রাস পাবে। এর ফলে ইউরোপে গ্যাস সরবরাহ অর্ধেক নেমে আসবে। বুধবার থেকেই সরবরাহ কমানো শুরু হবে। প্রতিদিন ৩ কোটি ৩০ লাখ ঘনমিটার গ্যাস সরবরাহ কমাবে রাশিয়া।
রুশ কোম্পানিটি এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে ইইউ বলছে, ইউরোপকে নতুন করে চাপে ফেলতেই মস্কো এসব সিদ্ধান্ত নিচ্ছে।
রাশিয়া সরবরাহ আরও কমিয়ে দিলে আসছে শীতের আগে ইউরোপের দেশগুলোর পর্যাপ্ত গ্যাস মজুদ করা কঠিন হয়ে পড়বে। একইসাথে সেখানকার জনজীবন আরও কঠিন পরিস্থিতির মুখে পড়বে বলে জানিয়েছে বিবিসি।
উল্লেখ্য, নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে জার্মানি ও ইউরোপের অন্যান্যদেশে গ্যাস সরবরাহ করে রাশিয়া। গত বছর রাশিয়া তাদের গ্যাসের ৪০ শতাংশ ইইউতে সরবরাহ করেছে।
ইইউ নেতাদের অভিযোগ, ইউরোপ ও ন্যাটোর বিরুদ্ধে রাশিয়া তার জ্বালানিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে।
২০২০ সালে রাশিয়া থেকে সবচেয়ে বেশি গ্যাস সরবরাহ করা হয়েছে জার্মানিতে। কিন্তু ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দেশটি রাশিয়া থেকে গ্যাস সরবরাহ ৫৫ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশে এনেছে। তারা গ্যাসের জন্য রাশিয়ার ওপর থেকে পুরোপুরি নির্ভরশীলতা কমিয়ে আনতে চায়।
এসএ/