প্রচুর নগদ অর্থসহ হাওড়ার তিন বিধায়ক গ্রেফতার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


প্রচুর নগদ অর্থসহ হাওড়ার তিন বিধায়ক গ্রেফতার

কলকাতার তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যয় ও তাঁর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যয়ের পর এবার হাওড়াতে প্রচুর পরিমাণ নগদ অর্থসহ তিন বিধায়ককে গ্রেফতার করেছে পুলিশ। এ অর্থের প্রকৃত মালিক কে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মন্ত্রী পার্থ চট্টোপাধ্যয় ও তাঁর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যয় ইস্যুতে শনিবারই (৩০ জুলাই) রাজপথে নেমেছিলেন কংগ্রেস নেতারা। ঠিক সেদিন রাতে কংগ্রেসের তিন বিধায়ক বিপুল অর্থসহ গ্রেপ্তার হলেন, যে অর্থের উৎস এখনও অজানা। খবর এএনআইয়ের।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল। তাদের প্রশ্ন, ঝাড়খণ্ডে সরকার পতন ও ঘোড়া কেনাবেচার গুঞ্জনের মধ্যেই পশ্চিমবঙ্গে তিন কংগ্রেস বিধায়কের কাছ থেকে বিপুল নগদ উদ্ধারের ঘটনা ঘটল। এসব টাকার উৎস কী, তা ইডি খতিয়ে দেখবে? মামলা করবে? নাকি এ তৎপরতা শুধু বাছাই করা কয়েক জনের জন্যই?

পুলিশ জানিয়েছে, হাওড়া পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল, কলকাতা থেকে জামতাড়াগামী একটি কালো গাড়িতে বিপুল অর্থ পাচার হচ্ছে। সে সূত্রে ৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন পাঁচলার রানিহাটি মোড়ের কাছে তল্লাশি চালায় পাঁচলা ও সাঁকরাইল থানার পুলিশ।

ঝাড়খণ্ডের বিধায়কের স্টিকার লাগানো একটি কালো গাড়ি থামিয়ে তল্লাশি চালাতেই পুলিশের চক্ষু চড়কগাছ। গাড়ি থেকে উদ্ধার করা হয় নোটভর্তি দুটি কালো ব্যাগ। সে গাড়িতে ছিলেন ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক। তাঁরা হলেন- রাজেশ কচ্ছপ, নমন বিকসাল ও ইরফান আনসারি।

পরে তাদেরকে পাঁচলা থানায় নিয়ে গিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কত টাকা রয়েছে, তা জানতে নোট গোনার মেশিন আনা হচ্ছে বলে সূত্রের খবর।

এসএ/