দোনেৎস্ক অঞ্চল থেকে সরে যাওয়ার ঘোষণা জেলেনেস্কির
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
দোনেৎস্ক থেকে সাধারণ মানুষদের সরে যাওয়ার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে, দোনেৎস্ক অঞ্চল থেকে বাধ্যতামূলকভাবে সবাইকে সরে যেতে হবে। দয়া করে সরে যান। যুদ্ধের এ মুহূর্তে ‘আতঙ্ক’ হলো রাশিয়ার প্রধান অস্ত্র।
শনিবার (৩০ জুলাই) টেলিভিশনে দেয়া এক বার্তায় তিনি এ ঘোষণা দেন। খবর আল-জাজিরার।
জেলেনস্কি বলেন, বৃহত্তর ডনবাস অঞ্চলে, যেখানে দোনেৎস্ক এবং প্রতিবেশী লুহানস্কে হাজার হাজার লোক এখনও যুদ্ধে রয়েছে, তাদের সবাইকে দ্রুত সরে যেতে হবে,।
যেসব স্থানীয়রা ওই এলাকা ছেড়ে যাবে তাদের ক্ষতিপূরণ দেয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, এখন যত বেশি লোক দোনেৎস্ক অঞ্চল ছেড়ে যাবে, সেখানে রুশ সেনাবাহিনীর কাছে হত্যা করার মতো তত কম লোক থাকবে।
এর আগে, ইউক্রেনের সেনাবাহিনী দাবী করে যে ওই অঞ্চলে গত শুক্রবার (২৯ জুলাই) কমপক্ষে ১০০ রুশ সেনাকে হত্যা এবং সাতটি ট্যাংক ধ্বংস করা হয়েছে।
মূলত, ইউক্রেনের পূর্বে রাশিয়ার সঙ্গে সীমান্তবর্তী দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল ২০১৪ সালের পর থেকে নিয়ন্ত্রণ করছে কিয়েভবিরোধী সশস্ত্র বিদ্রোহীরা।
সম্প্রতি ইউক্রেনে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ওই দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে সেখানে সেনা পাঠানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আরএক্স/