যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রধান হুমকি: পুতিন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি নতুন একটি নৌ নথিতে (মতবাদ) স্বাক্ষর করেছেন, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে রাশিয়ার জন্য প্রধান হুমকি হিসাবে চিহ্নিত করা হয়েছে। পাশপাশি আর্কটিক এবং কৃষ্ণ সাগরের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে নিজেদের কার্যক্রম বাড়ানোর ঘোষণা দিয়েছে মস্কো।
রোববার (৩১ জুলাই) রাশিয়ার নৌবাহিনী দিবসে এক বক্তৃতায় রাশিয়াকে একটি মহান সমুদ্র শক্তি হিসেবে গড়ে তোলা এবং রাশিয়ার বৈশ্বিক অবস্থান বাড়ানোর জন্য পিটারের প্রশংসা করেন পুতিন।
এই পিটার দ্য গ্রেট ছিলেন ১৮ শতকের একজন রুশ জার (শাসক)। তিনি ছিলেন পশ্চিমা ধারণা, বিজ্ঞান এবং সংস্কৃতির ভক্ত। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ অঞ্চলকে 'ইউরোপের জানালা' হিসেবে গড়ে তুলেছিলেন তিনি। পুতিনের মতে, আধুনিক রাশিয়ার অন্যতম রূপকার তিনি।
নৌবাহিনীর কার্যক্রম পরিদর্শনের পর হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করে পুতিন বলেন, “রাশিয়া যেকোনো সম্ভাব্য হামলাকে পরাস্ত করতে পারে। দেশটির সেই সামরিক শক্তি রয়েছে।”
এ সময় ৫৫ পৃষ্ঠার একটি নৌ নথিতে স্বাক্ষর করেন পুতিন। সেখানে বলা হয়েছে, বিশ্বের মহাসাগরে আধিপত্য বিস্তারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত নীতি এবং ন্যাটো সামরিক জোটের গতিবিধি রাশিয়ার সীমান্তের খুব কাছাকাছি অবস্থান করছে।
সেখানে আরও বলা হয়েছে, যদি আলোচনা এবং কূটনৈতিক পদক্ষেপে রাশিয়া ব্যর্থ হয় তবে দেশটির তার সামরিক শক্তি ব্যবহার করবে।
পুতিন তার বক্তৃতায় ইউক্রেনের কথা উল্লেখ না করলেও কৃষ্ণ সাগর এবং আজভ সাগরে রাশিয়ার ভূ-রাজনৈতিক শক্তি বাড়াচ্ছে বলে জানান।
তিনি আরও জানান, আগামী কয়েক মাসের মধ্যে অ্যাডমিরাল গোর্শকভ ফ্রিগেটের কাছে জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ শুরু হবে।
উল্লেখ্য, রুশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ৯ গুণ গতিতে ভ্রমণ করতে পারে এবং আঘাত করতে পারে। রাশিয়া গত কয়েক বছর ধরে যুদ্ধজাহাজ এবং সাবমেরিন এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষা চালিয়েছে।
এসএ/