মিয়ানমারে জরুরি অবস্থা আরও ছয় মাস বৃদ্ধি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
জান্তা সরকার বিরোধীদের মধ্যে সংঘর্ষের পর সংঘর্ষে অস্থির মিয়ানমার। এরই মধ্যে দেশে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়িয়েছেন মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার (১ আগস্ট) জানিয়েছে, জান্তার জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ ইতিমধ্যে এই মেয়াদ বৃদ্ধির অনুমোদন দিয়েছে। ।
২০২১ সালের ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা দখলের পর জান্তা প্রথম জরুরি অবস্থা ঘোষণা করে।
মিয়ানমারের গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট জানিয়েছে, নিরাপত্তা পরিষদের সদস্যরা সর্বসম্মতিক্রমে ঘোষিত জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর প্রস্তাবকে সমর্থন করেছেন।
পত্রিকাটি মিন অং হ্লাইংকে উদ্ধৃত করে জানিয়েছে, "আমাদের দেশে, আমাদের অবশ্যই 'অকৃত্রিম এবং সুশৃঙ্খল বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা' শক্তিশালী করতে হবে, যা জনগণের আকাঙ্ক্ষা,"
অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার বিশৃঙ্খলার মধ্যে রয়েছে, সেনাবাহিনী শহরগুলিতে বেশিরভাগ শান্তিপূর্ণ বিক্ষোভকে দমন করার পরে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশ জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে।
জান্তা বলেছে যে, ২০২০ সালের নভেম্বরের সাধারণ নির্বাচনে ভোট জালিয়াতির কারণে তারা ক্ষমতা দখল করেছে, যে নির্বাচনে নোবেল বিজয়ী অং সান সু চি'র দল জিতেছিল।
যদিও নির্বাচন পর্যবেক্ষণকারী দলগুলো ব্যাপক জালিয়াতির কোনো প্রমাণ পায়নি।
এদিকে, সেনাবাহিনী ২০২৩ সালের আগস্টে নতুন নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছে, যদিও জান্তা বিরোধীরা বিশ্বাস করে না যে পরিকল্পিত নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
এসএ/