একই সঙ্গে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
পাশের দেশ ভারতের রাজনীতিতে নতুন মোড় নিয়েছে একই সাথে আটক হয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। এমনকি বিক্ষোভ কর্মসূচি চলাকালে তাদের আটক করা হয়েছে।
দ্রব্যমূল্য, বেকারত্ব, জিএসটির হার বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার (৫ আগষ্ট) কংগ্রেসের ডাকা কর্মসূচি চলাকালে তাদের আটক করা হয়।
ভারতীয় গণমাধ্যম গুলো থেকে জানা গেছে, কর্মসূচি পালনের লক্ষ্যে কংগ্রেস নেতারা শুক্রবার সকালে দিল্লিতে দলের সদর দপ্তরে জড়ো হন। কংগ্রেস সদর দপ্তরের বাইরে বেরিয়ে বিক্ষোভ শুরু করলে দলটির নেতাদের বাধা দেয় দিল্লি পুলিশ। এই বিক্ষোভে দলীয় নেতাদের সঙ্গে অংশ নেন রাহুল ও প্রিয়াঙ্কা। একপর্যায়ে তাঁদের আটক করে দিল্লি পুলিশ।
কংগ্রেস আজ দেশটির প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে। এর অংশ হিসেবে দলটির ওয়ার্কিং কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের ‘পিএম হাউস ঘেরাও’ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা।
অন্যদিকে, লোকসভা ও রাজ্যসভার কংগ্রেস সদস্যদের দেশটির পার্লামেন্ট ভবন থেকে ‘চলো রাষ্ট্রপতি ভবন’ যাত্রা করার কথা। দলটির রাজ্য ইউনিটগুলোরও আজ সারা দেশে বিক্ষোভ করার কথা।
কংগ্রেসের কর্মসূচি সামনে রেখে দিল্লির কিছু অংশে বড় জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। বিধিনিষেধের উদ্ধৃতি দিয়ে দিল্লি পুলিশ জাতীয় রাজধানীতে বিক্ষোভ করার জন্য কংগ্রেসকে অনুমতি দিতে অস্বীকৃতি জানায়।
এসএ/