কাবুলের বোমা বিস্ফোরণে নিহত ৮
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ১৮ জন আহত হয়েছেন। তবে আহতের সংখ্যা আরো অনেক বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স ও টলো নিউজের।
শুক্রবার (৫ আগস্ট) কাবুলের পিডি-৬ এর সরকারিজর শিয়া জনবসতি পূর্ণ এলাকায় এ বিস্ফোরণ ঘটেছে।
কাবুল পুলিশ কমান্ডের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, “একটি সবজির গাড়িতে বিস্ফোরক যন্ত্র রাখা হয়েছিল এবং এই ঘটনায় আটজন মারা যান এবং ১৮ জন আহত হন।”
তবে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘কর্মকর্তারা যা ঘোষণা করেছেন তার চেয়ে হতাহতের সংখ্যা বেশি। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণস্থলের কিছু ভিডিওতে দেখা গেছে, ঘটনার পর আহতদের সাহায্যে ছুটে আসে মানুষ।’
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন তালেবান নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘এই বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ ৫০ জনেরও বেশি লোক হতাহত হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, আহতদের বেশিরভাগেরই আঘাত গুরুতর।’
এখন পর্যন্ত কেউ বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
এসএ/