চাদে ভয়াবহ সংঘর্ষে নিহত ১৩


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


চাদে ভয়াবহ সংঘর্ষে নিহত ১৩

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পশ্চিম আফ্রিকার দেশ চাদের মধ্যাঞ্চলে কৃষক ও রাখালদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে এবার ১৩ জন নিহত হয়েছেন। বুধবার (১০ আগস্ট) দেশটির আঞ্চলিক গভর্ণর এ কথা জানিয়েছেন।

চাদের মধ্য ও দক্ষিণাঞ্চলে এ দুই সম্প্রদায়ের মধ্যে প্রায় সহিংস ঘটনা ঘটে। সেখানে অনেক মানুষ আত্মরক্ষার্থে অস্ত্র বহন করে থাকেন।

চাদে দেশীয় কৃষকদের বিরুদ্ধে যাযাবর শ্রেণীর আরব রাখালদের ঘোর শত্রুতা লক্ষ্য করা যায়। রাখালরা তাদের পশু চরিয়ে কৃষকদের মাঠের ফসলের ক্ষতি করায় তারা রাখালদের দায়ী করে।

গুয়েরা প্রদেশের গভর্ণর সগুর মহেমাত গালমা বলেন, রাজধানী নজামেনার ৭০০ কিলোমিটার পূর্বে ডিজঙ্গলে এক শিশু চুরির ঘটনাকে কেন্দ্র করে কৃষক ও রাখালদের মধ্যে মঙ্গলবার দুপুর ১টার দিকে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

তিনি জানান, ‍“এক পর্যায়ে তারা পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন অস্ত্র ব্যবহার করে। এতে সেখানে ১৩ জন নিহত ও ২০ জন আহত হয়।”

চাদে এ দুই সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

২০২১ সালের আগস্টে চাদের রাজধানী নজামেনার ২০০ কিলোমিটার পূর্বে ভয়াবহ এক সংঘর্ষে ২২ জন প্রাণ হারান।

এরআগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে দেশটির দক্ষিণাঞ্চলে সহিংসতায় ৩৫ জন নিহত হয়।

এসএ/