পঙ্গুর আত্মঘাতী বোমা হামলায় তালেবান শীর্ষ নেতা নিহত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


পঙ্গুর আত্মঘাতী বোমা হামলায় তালেবান শীর্ষ নেতা নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে এক পঙ্গু ব্যক্তির আত্মঘাতী বোমা হামলায় তালেবান শীর্ষ নেতা শেখ রহিমুল্লাহ হাক্কানি নিহত হয়েছেন। হামলা হওয়া জেলায় গোয়েন্দা প্রধান আব্দুর রহমান বার্তা সংস্থা রয়টার্সকে শেখ রহিমুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) কাবুলের একটি শিক্ষা প্রতিষ্ঠানের হামলার ঘটনা ঘটে। কে বা কারা এই হামলা চালিয়েছে তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি। হামলার তদন্ত শুরু করেছে তালেবান পুলিশ।

চারটি তালেবান সূত্র রয়টার্সকে জানিয়েছে, আফগানিস্তানের রাজধানীতে একটি ধর্মীয় সেমিনারে হামলাটি হয়। এসময় একজন ব্যক্তি, যিনি আগে তার পা হারিয়েছিলেন, তিনি একটি প্লাস্টিকের কৃত্রিম পায়ে লুকিয়ে রাখা বিস্ফোরকের মাধ্যমে বিস্ফোরণটি ঘটান।

সূত্র বলছে, বিস্ফোরণের পিছনে কে ছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট না। তবে, তালেবানরা তদন্ত করছে।

হাক্কানি ছিলেন তালেবানের পক্ষে বিশিষ্ট উকিল। তিনি আইএসআইএল-এর বিরুদ্ধে যুদ্ধে উদ্বুদ্ধকারীদের মধ্যে অন্যতম। এর আগেও তার ওপর হামলা চালিয়েছিল আইএসআইএল, তবে তিনি পূর্ববর্তী হামলাগুলো থেকে বেঁচে গিয়েছিলেন।

এসএ/