রাকেশ 'দ্য বিগ বুল' আর নেই
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ভারতীয় ধনকুবের ও শেয়ারবাজারের ‘দ্য বিগ বুল’ রাকেশ ঝুনঝুনওয়ালা আর নেই। ৬২ বছর বয়সে থেমে গেছে শেয়ারবাজারে হার না মানা এই ব্যবসায়ীর জীবন।
রবিবার (১৪আগস্ট) মুম্বইয়ের একটি হাসপাতালে মারা যান তিনি। রাকেশ একাধিক রোগী ভুগছিলেন।
ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালার জীবনাবসান। ভারতীয় শেয়ার বাজারের ‘বিগ বুল’ বলা হয় রাকেশকে। বলা হয়, তিনি শেয়ার বাজারে বিনিয়োগে কখনোই ভুল করতেন না।
আরএক্স/