মিসরে গির্জায় অগ্নিকাণ্ডে ৪১ জনের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
মিসরের রাজধানী কায়রোতে একটি গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৪১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫৫ জন।
মিসরের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা এপি বলছে, রবিবার (১৪ আগস্ট) সকালের দিকে ঘনবসতিপূর্ণ ইমবাবার আবু সিফিন গির্জায় অগ্নিকাণ্ড ঘটেছে।
প্রতিবেদনে বলা হয়, রোববারের প্রার্থনা শেষ হওয়ার পরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় অনেকে পদদলিত হয়।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
ওআ/