আবারও যুক্তরাষ্ট্র কর্তৃক সিরিয়ার তেল চুরি!


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


আবারও যুক্তরাষ্ট্র কর্তৃক সিরিয়ার তেল চুরি!

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা রোববার (১৪ আগস্ট) জানিয়েছে, সিরিয়া থেকে চুরি করা ৮৯টি তেলের ট্যাংক অবৈধভাবে সীমান্ত পার করে ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে পাঠানো হয়েছে। এর আগে গত ১১ আগস্ট একইভাবে মার্কিন বাহিনী ১৪৪ ট্যাংক তেল চুরি করে ইরাকে পাঠিয়েছে। সর্বশেষ তেলের চালানটি আল-মাহমুদিহ ক্রসিং দিয়ে ইরাকে পৌঁছায়। চুরি করা সিরিয়ার তেল ইরাকে পাঠানোর জন্য এ রাস্তাটি ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র।

সানার প্রতিবেদনে আরও বলা হয়েছে, চুরির এসব ঘটনা আন্তর্জাতিক নীতির স্পষ্ট লঙ্ঘন। অন্য জাতির প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করে সেই দেশের জনগণকে অনাহারে রাখছে যুক্তরাষ্ট্র। 

যদিও তেল চুরির এমন অভিযোগের জবাবে এখনও কোনো বিবৃতি দেয়নি যুক্তরাষ্ট্র বা মার্কিন সেনাবাহিনী।  
সিরিয়ার সরকার দীর্ঘদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সিরিয়ায় তেল, গ্যাস এবং গমের মতো প্রাকৃতিক সম্পদ চুরির অভিযোগ করে আসছে। 

এর আগে একইভাবে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জ্বালানি চুরির অভিযোগ আনে।

এসএ/