মাতুয়াইলের প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
রাজধানীর মাতুয়াইলে একটি প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। মাতুয়াইল কলেজ রোড এলাকার কোনাপাড়ায় বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে এ অগ্নিকাণ্ড ঘটে।
প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহজাহান শিকদার জানান, “সকাল ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল ৭টা ৩৫ মিনিটে কোনাপাড়ার কলেজ রোড এলাকার ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৭টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও তিনটি ইউনিট সেখানে অংশ নেয়।”
তিনি আরো জানান, “তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য নেই।”
এসএ/