সিলেটে আগে থেকেই পাথর উত্তোলন হচ্ছিল: রিজওয়ানা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:১৭ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫


সিলেটে আগে থেকেই পাথর উত্তোলন হচ্ছিল: রিজওয়ানা
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সিলেটের পাথরমহাল এলাকায় পাথর উত্তোলন নতুন নয়, এটি আগে থেকেই চলছিল। 


শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজনৈতিক সিরডাপ মিলনায়তনে ঢাকার জলাধার পুনরুদ্ধার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক নগর সংলাপে এ কথা বলেন তিনি।


আরও পড়ুন: আদালতকক্ষে সাংবাদিককে মারধরের ঘটনায় কঠোর হওয়ার আহ্বান আসিফ মাহমুদের


তিনি জানান, ২০০৯ সালে এই বিষয়ে তিনি প্রথম মামলা করেন এবং ২০২০ সালে জাফলংয়ে পাথর উত্তোলন বন্ধ হয়। তবে কিছু এলাকায় এখনও অবৈধভাবে উত্তোলন চালানোর চেষ্টা চলছিল।


রিজওয়ানা উল্লেখ করেছেন, কয়েক দিনে ৩০০ থেকে ১০০০ কোটি টাকার পাথর লুটের তথ্য প্রকাশ হলেও ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত মাত্র ৪০ কোটি টাকা রাজস্ব এসেছে। তিনি বলেন, দেশের চাহিদার মাত্র ৬ শতাংশই অভ্যন্তরীণ পাথর থেকে আসে, বাকিটা আমদানি করা হয়।


আরও পড়ুন: মহানবী (সা.)-এর আদর্শেই নিহিত বিশ্বশান্তির পথ: প্রধান উপদেষ্টা


তিনি ট্যুরিজম মাস্টার প্ল্যানের অভাব ও প্রশাসনের সমর্থনের গুরুত্বের কথাও তুলে ধরেন। পাশাপাশি, বাকখালী নদীর দূষণ ও উচ্ছেদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।


আরএক্স/