নির্বাচনে ফ্যাসিবাদীরা না থাকায় অনেকের মাথা নষ্ট হয়ে গেছে: উপদেষ্টা আসিফ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৩৩ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫


নির্বাচনে ফ্যাসিবাদীরা না থাকায় অনেকের মাথা নষ্ট হয়ে গেছে: উপদেষ্টা আসিফ
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে ফ্যাসিবাদীদের অংশগ্রহণের সুযোগ না থাকায় অনেকের মাথা নষ্ট হয়ে গেছে।


তিনি দৃঢ়তার সাথে জানান, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।


আরও পড়ুন: মহানবী (সা.)-এর আদর্শেই নিহিত বিশ্বশান্তির পথ: প্রধান উপদেষ্টা


শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নবনিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।


আসিফ মাহমুদ অভিযোগ করেন, যারা দীর্ঘদিন ধরে নির্বাচন দাবি করে আসছিল, এখন তারাই নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি বলেন, তাদের উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে ফিরিয়ে এনে তথাকথিত অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করা। কিন্তু ফ্যাসিবাদীদের সুযোগ না থাকায় তারা এখন দিশেহারা হয়ে পড়েছে।


আরও পড়ুন: মহা সমারোহে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)


তিনি আরও বলেন, বর্তমান সরকারের তিনটি প্রধান লক্ষ্য হলো সংস্কার, বিচার এবং গণতান্ত্রিক রূপান্তর, আর সেই দিকেই সরকার এগিয়ে যাচ্ছে। সরকারের আশা, সবার ঐকমত্যের মাধ্যমে নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।


উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, অনেকেই নির্বাচনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করবে, তবে যারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা আছেন, তাদের সহযোগিতায় জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।


এএস