নির্বাচনে বিশৃঙ্খলা করলে জনগণকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শারমীন এস মুরশিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৭ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫

সমাজকল্যাণ ও শিশু ও মহিলা বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নির্বাচন যথাসময়ে হবে। নির্বাচনে কেউ বিশৃঙ্খলা করলে জনগণকে সরকারের পাশে দাঁড়াতে হবে।
তিনি বলেন, ড. ইউনুসের নেতৃত্বে সরকার দেশ গঠনে কাজ করছে এবং দীর্ঘ ১৬ বছরের অনিয়ম ও দুর্নীতি একবছরে নির্মূল করা সম্ভব নয়। বর্তমান সরকার শিশু ও মহিলাদের কল্যাণে বিশেষভাবে কাজ করছে।
আরও পড়ুন: আদালতকক্ষে সাংবাদিককে মারধরের ঘটনায় কঠোর হওয়ার আহ্বান আসিফ মাহমুদের
শনিবার (৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: মহানবী (সা.)-এর আদর্শেই নিহিত বিশ্বশান্তির পথ: প্রধান উপদেষ্টা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমার্স ব্যাংক লি. নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেদুল হাসান খান এবং ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের সভাপতি আক্তার হোসেন। অনুষ্ঠানে ১৯৯ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

রাষ্ট্রের দায়িত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা: ধর্ম উপদেষ্টা

ষড়যন্ত্র থেমে নেই, জনগণই প্রতিরোধ করবে: উপদেষ্টা আদিলুর

সিলেটে আগে থেকেই পাথর উত্তোলন হচ্ছিল: রিজওয়ানা

আদালতকক্ষে সাংবাদিককে মারধরের ঘটনায় কঠোর হওয়ার আহ্বান আসিফ মাহমুদের
