ষড়যন্ত্র থেমে নেই, জনগণই প্রতিরোধ করবে: উপদেষ্টা আদিলুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৫ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ফ্যাসিবাদ পরাজিত হলেও ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। তবে দেশের তরুণ সমাজ এবং জনগণ একসঙ্গে এই ফ্যাসিবাদকে প্রতিহত করবে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) নাটোরে শহিদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে নিয়ে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন নাটোরের জুলাই শহিদ পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: সিলেটে আগে থেকেই পাথর উত্তোলন হচ্ছিল: রিজওয়ানা
আদিলুর রহমান খান বলেন, দেশের মানুষ আজ ফ্যাসিবাদমুক্ত হলেও এখনও অনেক প্রত্যাশা পূরণ হয়নি। বিচার ও সংস্কারের কাজ বাকি আছে। বিচার কার্যক্রম দৃশ্যমান করার চেষ্টা চলছে এবং কিছুটা দৃশ্যমানও হয়েছে। সংস্কার কার্যক্রমও চলছে, পাশাপাশি জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। আশা করা হচ্ছে গণঅভ্যুত্থান পরবর্তী সরকার বিচার ও সংস্কারকে এগিয়ে নিয়ে নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন সম্পন্ন করবে এবং নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করবে।
অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্যরা জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং মামলার আসামিদের গ্রেফতারের দাবি জানান।
আরও পড়ুন: নির্বাচনে বিশৃঙ্খলা করলে জনগণকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শারমীন এস মুরশিদ
এদিন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামিম আক্তার, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা।
সকালে উপদেষ্টা আদিলুর রহমান খান ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা পাঁচ শহিদের কবর জিয়ারত করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে অনেকে জড়াচ্ছে: আসিফ মাহমুদ

রাষ্ট্রের দায়িত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা: ধর্ম উপদেষ্টা

সিলেটে আগে থেকেই পাথর উত্তোলন হচ্ছিল: রিজওয়ানা

নির্বাচনে বিশৃঙ্খলা করলে জনগণকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শারমীন এস মুরশিদ
