আদালতকক্ষে সাংবাদিককে মারধরের ঘটনায় কঠোর হওয়ার আহ্বান আসিফ মাহমুদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০১ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাংবাদিক মনজুরুল আলম পান্নার জামিন শুনানির সময় আদালতকক্ষে এক সাংবাদিককে মারধরের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আরও পড়ুন: মহানবী (সা.)-এর আদর্শেই নিহিত বিশ্বশান্তির পথ: প্রধান উপদেষ্টা
শনিবার (৬ সেপ্টেম্বর) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পিডিবিএফ-এর নবনিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দাজনক। আদালত, যেখানে ন্যায় এবং ইনসাফের জায়গা, সেখানে এ ধরনের হামলা সহ্য করা যায় না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর হওয়া প্রয়োজন। আইনজীবীদেরও পেশাদারিত্ব বজায় রাখা জরুরি।”
আরও পড়ুন: মহা সমারোহে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে সময় টিভির সাংবাদিক আসিফ হোসাইনকে আইনজীবীরা মারধর করেছেন।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

রাষ্ট্রের দায়িত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা: ধর্ম উপদেষ্টা

ষড়যন্ত্র থেমে নেই, জনগণই প্রতিরোধ করবে: উপদেষ্টা আদিলুর

সিলেটে আগে থেকেই পাথর উত্তোলন হচ্ছিল: রিজওয়ানা

নির্বাচনে বিশৃঙ্খলা করলে জনগণকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শারমীন এস মুরশিদ
