রাষ্ট্রের দায়িত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা: ধর্ম উপদেষ্টা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৪২ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫


রাষ্ট্রের দায়িত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা: ধর্ম উপদেষ্টা
ছবি: সংগৃহীত

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমকে সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করা দায়িত্ব রাষ্ট্রের। 


তিনি বলেন, ইসলামের শিক্ষা হলো জ্ঞান প্রচার, সত্য প্রতিষ্ঠা এবং অশ্লীলতা পরিহার করা। যদি রাসূলুল্লাহ (সা.)-এর শিক্ষা অনুসারে সততা, নৈতিকতা ও মানবকল্যাণের দৃষ্টিকোণ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যায়, তবে এটি মানবতার জন্য একটি শক্তিশালী হাতিয়ার হয়ে উঠবে।


আরও পড়ুন: ষড়যন্ত্র থেমে নেই, জনগণই প্রতিরোধ করবে: উপদেষ্টা আদিলুর


শনিবার (৬ সেপ্টেম্বর) পাকিস্তানের ইসলামাবাদে জিন্নাহ কনভেনশন সেন্টারে দেশটির ধর্ম বিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রণালয়ের আয়োজিত আন্তর্জাতিক সীরাতুন্নবী (সা.) সম্মেলনের সুবর্ণজয়ন্তীতে তিনি এ বক্তব্য দেন।


এ বছরের সম্মেলনের প্রতিপাদ্য ছিল- মহানবী (সা.)-এর শিক্ষার আলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক ব্যবহারে রাষ্ট্রের ভূমিকা।


আরও পড়ুন: সিলেটে আগে থেকেই পাথর উত্তোলন হচ্ছিল: রিজওয়ানা


ড. খালিদ হোসেন আরও বলেন, বর্তমানে সোশ্যাল মিডিয়া মানুষের চিন্তা-ভাবনা, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধে গভীর প্রভাব ফেলছে। এর সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে জ্ঞানচর্চা, দ্বীনি দাওয়াত, নৈতিকতার বিকাশ এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে অপব্যবহার সমাজে অশ্লীলতা, গুজব ছড়ানো, ভ্রান্ত মতবাদ ও নৈতিক অবক্ষয়ের ঝুঁকি তৈরি করছে।


সম্মেলনে সভাপতিত্ব করেন পাকিস্তানের ধর্ম বিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রী সরদার মুহাম্মদ ইউসুফ।


আরও পড়ুন: নির্বাচনে বিশৃঙ্খলা করলে জনগণকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শারমীন এস মুরশিদ


এছাড়া বক্তৃতা করেন ফিলিস্তিনের প্রেসিডেন্টের ধর্ম বিষয়ক উপদেষ্টা ও শরীয়াহ কোর্টের প্রধান বিচারপতি শায়খ মাহমুদ সিদক, বাহরাইনের শরীয়াহ শুরা কাউন্সিলের সদস্য শায়খ আদিল আবদুর রহমান, মিশরের দারুল ইফতার সচিব শায়খ আবদুল হামিদ রাগীবসহ অন্যান্য অতিথিরা।


এএস