স্কুল শিক্ষিকাকে প্রকাশ্যে পুড়িয়ে হত্যা!


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


স্কুল শিক্ষিকাকে প্রকাশ্যে পুড়িয়ে হত্যা!

ভারতের রাজস্থানে এক স্কুল শিক্ষিকাকে প্রকাশ্যে পুড়িয়ে হত্যা করা হয়েছে। ঋণ পরিশোধ করতে না পারায় তাঁকে এভাবে আগুনে পুড়িয়ে মেরেছে ঋণদাতা। খবর এনডিটিভির।

বুধবার (১৭ আগস্ট) রাজস্থানের জয়পুরের এসএমএস হাসপাতালে ৩৫ বছর বয়সি ওই শিক্ষিকা মারা যান বলে জানিয়েছে পুলিশ। 

এনডিটিভির বরাত জয়পুর পল্লীর পুলিশ সুপার (এসপি) মনীশ আগরওয়াল জানিয়েছেন, “অনিতা নামে ওই শিক্ষিকার মৃত্যু হয়েছে মঙ্গলবার রাতে। ১০ আগস্ট রাইসার থানা এলাকায় তাঁর গ্রামে বেসরকারি স্কুলের ওই শিক্ষিকাকে আগুন দেওয়া হয়। তিনি তাঁর আত্মীয়ের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। কিন্তু তা ফেরত দিতে চাইলে তিনি তা দিতে পারেননি।”

অতিরিক্ত এসপি ধর্মেন্দ্র যাদব বলেন, “অভিযুক্তরা নারীর ওপর দাহ্য পদার্থ ঢেলে দেয় এবং তাঁর গায়ে আগুন দেয়।”

ভুক্তভুগীর বয়ানের ভিত্তিতে কয়েকজন নারীসহ তাঁর স্বজনদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এ ঘটনায় অশোক গেহলটের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারকে নিশানা করে বিজেপি রাজ্য সভাপতি সতীশ পুনিয়া বলেছেন, মুখ্যমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।

তিনি দাবি করে বলেন, “কংগ্রেস শাসন আমলে এ ধরনের ঘটনা প্রথম নয়। রাজ্যে এরকম অনেক দুঃখজনক ঘটনা ঘটছে। রাজ্যে প্রতিদিন গড়ে ১৮টি ধর্ষণ ও সাতটি খুনের ঘটনা ঘটছে।”

এসএ/