জলিলের বিরুদ্ধে ইরানে মামলা করছেন পরিচালক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


জলিলের বিরুদ্ধে ইরানে মামলা করছেন পরিচালক

ঢাকায় সিনেমার অভিনেতা এবং ‘দিন দ্য ডে’ সিনেমার অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিলের বিরুদ্ধে ইরানে অভিযোগ করেছেন সিনেমাটির পরিচালক মোর্তেজা আতাশজমজম। বিষয়টি তিনি তার ইসন্টা হ্যান্ডেলে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন।

তিনি তার পোস্টে লেখেন, “অনন্ত জলিল আমার সৃষ্টিকে বিকৃত করে চুক্তি ভঙ্গ করেছেন। সিনেমার নাম 'ডে' হওয়ার কথা থাকলেও তিনি তা ব্যবহার করেননি। আমি প্রধান প্রযোজক ছিলাম, কিন্তু তিনি তার নিজস্ব বিষয়বস্তু, ফর্ম এবং আকার দ্বারা নিজস্ব উপায়ে প্রযোজনা চালান।”

তিনি আরো লেখেন, “আমি অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করব এবং তার বিরুদ্ধে তেহরানের আদালতে অভিযোগ নথিভুক্ত করব। বাংলাদেশের আদালতেও একজন আন্তর্জাতিক আইনজীবী এই বিষয়টি দেখবেন।”

মোর্তেজা আতশজমজম আরো লেখেন, “তিনি মূল চুক্তি ও ছবির মূল বাজেট জনসমক্ষে প্রকাশ করবেন।”

শেষে তিনি লেখেন, “অনন্ত জলিলের ইরানি দলের কাছে তার ঋণ শোধের সময় এসেছে। আর যা কিছু হবে সব আইন মেনেই হবে। এবং একদিন সত্যটা বেরিয়ে আসবে।”

এসএ/