দ্রব্যমূল্য বৃদ্ধি মেনে নেয়ার মতো না: পররাষ্ট্রমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


দ্রব্যমূল্য বৃদ্ধি মেনে নেয়ার মতো না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন বলেছেন, ‘দেশে যে পরিমাণে সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে তা মেনে নেওয়ার মতো না।’ 

একইসঙ্গে তিনি বলেন, ‘দেশে সবকিছুর দাম বৃদ্ধির পিছনে কোনো একটা কারসাজি রয়েছে।’

শুক্রবার (১৯ আগস্ট) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‍“শেখ হাসিনার সরকার সাধারন মানুষের বন্ধু, সাধারন মানুষের দুর্ভোগ কমাতে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে । অনকে মনে করছেন দেশ শ্রীলংকার মতো হয়ে যাচ্ছে। কিন্তু না, দাম বৃদ্ধি পেয়েছে কিন্তু দ্রব্যমূল্যের অস্থিরতা কমাতে কাজ করে যাচ্ছে সরকার।”

তিনি বলেন, “শেখ হাসিনার সরকার যে ভাবে দেশের উন্নয়ন করে যাচ্ছে, সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পদ্মাসেতুর মতো আরও সেতু এই দেশে বানানো হবে। দেশের প্রতিটা মানুষ শান্তিতে থাকবে। সরকার কোনো বিশৃঙ্খলা অস্থিরতা দেখতে চায়না। কিন্তু বানোয়াট খবর প্রচার করে কিছু মিডিয়া দেশের অস্থিরতা বাড়াতে কাজ করে যাচ্ছে।”

এসএ/