সিরিয়ায় রকেট হামলায় নিহত ১৪
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
সিরিয়ার আল-বাব শহরের একটি মার্কেটে রকেট হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ আগস্ট) এ হামলায় নিহতদের মধ্যে ৫ শিশুও রয়েছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় কাজ করা জরুরি প্রতিক্রিয়াশীল কর্মীরা এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।
সাদা হেলমেটধারী উদ্ধারকারী দল এর আগে ৯ জনের মৃতদেহ উদ্ধার করেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকারী দল। তারা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। এ হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
সিরিয়ার ১১ বছরের সংঘাতে যুদ্ধরত গোষ্ঠীগুলো উত্তরের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোকে জোড়াতালিতে পরিণত করেছে।
আল-বাব তুর্কি সমর্থিত বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পো প্রদেশের মধ্যে পড়েছে। অন্যান্য অংশ রাশিয়া সমর্থিত সিরিয়ার সরকারি সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত।
কুর্দি বাহিনীর নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ার গণতান্ত্রিক বাহিনী (এসডিএফ) দামেস্কা ভিত্তিক সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। এই বাহিনীটি উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলও নিয়ন্ত্রণ করে।
এসডিএফের মিডিয়া সেন্টারের প্রধান ফরহাদ শামি জানিয়েছেন, শুক্রবারের হামলার সঙ্গে গ্রুপটির কোনো সম্পর্ক নেই।
এসএ/