চা শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

সারাদেশের চা শ্রমিকদের মজুরি বৃদ্ধিতে গত ৯ আগস্ট থেকে শ্রমিকরা ৩০০ টাকা মজুরির দাবিতে ধর্মঘটের ডাক দেন চা শ্রমিকরা। চলমান আন্দোলনের অংশ হিসেবে হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা।
শনিবার (২০ আগস্ট) দুপুর একটার দিকে বাহুবলের বাগানবাড়ি এলাকায় ইমামবড়া, দারাগাঁও, কামাইছড়া ও মধুপুরসহ বিভিন্ন চা বাগানের শ্রমিকরা সড়ক অবরোধ করেন।
পরে সেখানে উপস্থিত হন স্থানীয় সংসদ সদস্যসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
এদিকে, দুপুর তিনটায় চুনারুঘাট কার্যালয়ে এক সভায় বসবেন হবিগঞ্জের ২৪টি চা বাগানের পঞ্চায়েত প্রধানরা। সেখানে তারা পরবর্তী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানা গেছে।
অন্যদিকে, শ্রমিকদের মজুরি নির্ধারণে সন্ধ্যা সাতটায় শ্রমিক নেতা ও পঞ্চায়েত প্রধানদের সাথে বৈঠকে বসবেন জেলা প্রশাসক ও শ্রম অধিদপ্তরের মহাপরিচালক।
হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান জানিয়েছেন, “শ্রমিকদের কর্মবিরতির বিষয়টি ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নজরে এসেছে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনায় চা শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ থেকে ১৪৫ টাকা করার কথা বলা হয়েছে। ”
এর আগে শনিবার থেকে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেন চা শ্রমিকরা।
উল্লেখ্য, গত ৯ আগস্ট থেকে শ্রমিকরা ৩০০ টাকা মজুরির দাবিতে ধর্মঘটের ডাক দেন। পরে ১৩ আগস্ট অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস চা শ্রমিকরা মানববন্ধন, সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে ধর্মঘট পালন করেন। ১৪ ও ১৫ আগস্ট ২ দিন স্থগিত থাকার পর ১৬ আগস্ট থেকে আবার পূর্ণদিবস ধর্মঘট পালন করছেন তারা।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

পল্লী বিদ্যুৎ কর্মীদের অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা, বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা

নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে অনেকে জড়াচ্ছে: আসিফ মাহমুদ

রাষ্ট্রের দায়িত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা: ধর্ম উপদেষ্টা

ষড়যন্ত্র থেমে নেই, জনগণই প্রতিরোধ করবে: উপদেষ্টা আদিলুর
