অ্যান্থনি ফাউচির পদত্যাগের ঘোষণা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (এনআইএআইডি) প্রধান এবং প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্থনি ফাউচি তাঁর দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামী ডিসেম্বর থেকে তিনি আর ওই দুটি পদে দায়িত্ব পালন করবেন না।
মঙ্গলবার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
এক সাক্ষাৎকারে ফাউসি বলেন, বাস্তবিক অর্থে একে অবসরে যাওয়া বলা যাবে না। এখন তিনি নিজেকে নিয়োজিত করবেন লেখালেখি ও ভ্রমণে। আর তার মাধ্যমে তরুণদের উদ্বুদ্ধ করবেন সরকারি সেবায় সম্পৃক্ত হওয়ার জন্য।
"এখনো যেহেতু স্বাস্থ্যগত দিক থেকে ভালো আছি, এখনো আমি যথেষ্ট এনার্জেটিক, আর আমি যথেষ্টই আন্তরিক। সুতরাং আমি কেন্দ্রীয় সরকারের বলয়ের বাইরে গিয়ে কিছু কাজ করতে চাই।"
তিনি আরও বলেন, কর্মজীবনে গণস্বাস্থ্য ও সরকারি সেবাকাজের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি তরুণদের উদ্বুদ্ধ করতে চাই।
এদিকে সোমবার সকালে প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে ড. ফাউসিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, "তিনি ছিলেন এক আত্মনিয়োজিত সরকারি কর্মকর্তা আর বুদ্ধিমত্তা ও অনুধাবনগুলো ব্যবহারের এক দক্ষ হাত।
কোভিড-১৯ এর আগে জিকা ভাইরাস যখন ছড়িয়ে পড়েছিলো তখন সে সময়ের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও অ্যান্থনি ফাউসি এক সঙ্গে কাজ করেছেন, সে কথাও উল্লেখ করেন প্রেসিডেন্ট।
বাইডেন বলেন, ড. ফাউসির অনেক অবদানের কারণেই যুক্তরাষ্ট্রে গণস্বাস্থ্য সুরক্ষা সম্ভব হয়েছে এবং অনেক প্রাণ বাঁচিয়ে রাখা গেছে।
গণস্বাস্থ্য নীতিতে এত দীর্ঘ সময় ধরে অবদান রাখার নজির আর খুব কম চিকিৎসা বিজ্ঞানীর পক্ষেই সম্ভব হয়েছে। ড. অ্যান্থনি ফাউসি ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথে যোগ দেন ১৯৬৮ সালে। লিন্ডন জনসন ছিলেন সে সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ১৯৮৪ সালে তিনি দায়িত্ব পান স্বাস্থ্য দফতরের সংক্রামক রোগ দফতরের পরিচালক হিসেবে। তখন যুক্তরাষ্ট্র লড়াই করছিলো এইচআইভি এইডসের বিরুদ্ধে।
রোনাল্ড রেগান থেকে শুরু করে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাত জন প্রেসিডেন্টকে উপদেশ দিয়ে আসছেন ড. অ্যান্থনি ফাউসি। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে এইচআইভি এইডস প্রতিরোধে বৈশ্বিক কর্মসূচি তৈরি তার অন্যতম কাজ ছিলো। পিইপিএফএআর নামের ওই কর্মসূচির মাধ্যমে বিশ্বের ২১ মিলিয়ন মানুষকে বাঁচিয়ে তোলা সম্ভব হয়েছে। জর্জ ডব্লিউ বুশের বাবা প্রেসিডেন্ট জর্জ বুশ ১৯৮৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কে ড. ফাউসিকে 'অ্যা হিরো' বলে উল্লেখ করেছিলেন। ২০০৮ সালে তিনি ভূষিত হন প্রেসিডেন্সিয়াল মেডাল অব ফ্রিডমে।
২০২০ সালে যখন করোনা ভাইরাস অতিমারি হিসেবে ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে তখন গোটা বিশ্বের কাছেই একটি নাম পরিচিত হয়ে ওঠে- ড. ফাউসি। তখন অবশ্য রাজনীতির নোংরামির শিকার হন এই বিশ্ববরেণ্য চিকিৎসক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছিলেন। যদিও তা ছিলো অসম্ভব কারণ ড. ফাউসির নিয়োগ রাজনৈতিক ছিলো না। যুক্তরাষ্ট্রের রক্ষণশীলরা ড. ফাউসিকে লকডাউন আর মাস্ক এই প্রতীকে চিহ্নিত করতে পছন্দ করেন, কারণ তারা বরাবরই ছিলেন এর বিপক্ষে।
সেবার কেনটাকির রিপাবলিকান সেনেটর র্যান্ড পলের সঙ্গে তিক্ত বিতর্কে জড়িয়ে পড়েন। সেনেটর পল ড. ফাউসিকে এই অপবাদ দিয়েছিলেন, তার ইনস্টিটিউট থেকে চীনে গবেষণার তহবিল সংগ্রহ করা হচ্ছে, যে চীন থেকেই শুরু হয়েছে করোনা ভাইরাস। ড. ফাউসি এই বক্তব্যের পর স্পষ্ট করে সেনেটর পলকেই 'মিথ্যাবাদী' বলে উল্লেখ করেছিলেন। 'যদি কেউ এখানে মিথ্যাচার করে থাকে, সেটা সেনেটর আপনিই" বলেছিলেন ড. ফাউসি।
তখনই অবশ্য ড. ফাউসি একবার বলেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের পর তিনি এই দায়িত্ব ছেড়ে দেবেন। কিন্তু পরে প্রেসিডেন্ট বাইডেনের অনুরোধ তিনি ফেলতে পারেননি। আর তার উপদেষ্টা হিসেবে থেকে যাই। কোভিড-১৯ পরিস্থিতির কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন।
সুতরাং আমি একটি বছর থেকে গেলাম, এখন ভাবছি চলতি বছরের শেষ নাগাদ কোভিড-১৯ পরিস্থিতির অবসান ঘটবে। এখন আমি ভাবছি আমার আরও কিছু করার রয়েছে। সেই কাজগুলোতেই হাত দেবো।
অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ ইন্সটিটিউট ছাড়াও ড. ফাউসি একটি ইমিউনোলজি ল্যাবরেটরির নেতৃত্ব দিচ্ছেন। ওই দায়িত্বটিও তিনি ছেড়ে দেবেন বলে জানিয়েছেন। ফাউসি বলেন, তিনি তার সিদ্ধান্তগুলো প্রেসিডেন্ট বাইডেনকে জানিয়েছেন, এবং তিনি সবকিছু স্বাভাবিকভাবেই নিয়েছেন। এবং খুশি রয়েছেন।
ড. ফাউসি অবশ্য অবসরের কোনো সুনির্দিষ্ট তারিখের কথা জানাননি। আগামী ২৪ ডিসেম্বর তিনি ৮২ বছরে পা রাখবেন। তিনি বলেন, শরত শেষে শীত যখন এসে যাবে যুক্তরাষ্ট্র করোনা ভাইরাসের ক্ষেত্রে একটু স্বস্তির জায়গায় পৌঁছে যাবে, যদিও তার কোনো নিশ্চয়তা নেই।
ফাউসি বলেন, এখনো দিনে ৪০০ জন করে মৃত্যুবরণ করছে, এতে খুশি হতে পারছি না। আমাদের আরও ভালো কিছু করা দরকার। সুতরাং কোভিড নিয়ন্ত্রণে আমরা সন্তুষ্ট এমন কথা আমি বলতে পারছি না। তবে আমি আশা করছি, আসছে কয়েক মাসের মধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটবে।
ওআ/