যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন আইজিপি বেনজীর আহমেদ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন আইজিপি বেনজীর আহমেদ

জাতিসংঘ পুলিশ সামিটে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

তবে পুলিশ মহাপরিদর্শক জাতিসংঘের নির্ধারিত কর্মসূচি ছাড়া অন্য কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না বলে শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) আইজিপি ভিসা পেয়েছেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে দুই দিনব্যাপী জাতিসংঘের পুলিশ সামিট অনুষ্ঠিত হবে। এ সামিটে আইজিপির যোগ দেওয়ার কথা রয়েছে। তবে, যুক্তরাষ্ট্রের জারি করা নিষেধাজ্ঞার কারণে তার ভিসা পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল।

গত বছরের ১০ ডিসেম্বর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবংর‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদসহ বাহিনীর সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় আমেরিকা। এ নিষেধাজ্ঞার কারণে তার যুক্তরাষ্ট্র যাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। ভিসা পাওয়ায় সেই সংশয় দূর হলো।

স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি ছাড়া প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) নাশিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ মাসুদ আলম।

ওআ/