‘ইউক্রেন ন্যাটোতে যোগ না দিলেও রাশিয়া যুদ্ধ বন্ধ করবে না’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ইউক্রেন আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা ত্যাগ করলেও রাশিয়া তাদের সামরিক অভিযান বন্ধ করবে না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ মিত্র ও দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ শুক্রবার (২৬ আগস্ট) একথা বলেছেন। খবর এনডিটিভির।
দিমিত্রি মেদভেদেভ বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে আছেন। তিনি একটি ফরাসি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়া কিছু শর্ত সাপেক্ষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।
ফেব্রুয়ারিতে আক্রমণের আগেও, মস্কো স্পষ্ট করে দিয়েছিল যে ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ গ্রহণযোগ্য নয়।
মেদভেদেভ এলসিআই টেলিভিশনকে বলেছেন, উত্তর আটলান্টিক জোটে ইউক্রেনের অংশগ্রহণ নেওয়ার সিদ্ধান্ত ত্যাগ করা এখন অত্যাবশ্যক। কিন্তু কিন্তু শান্তি প্রতিষ্ঠার জন্য তা এখন আর যথেষ্ট নয়।
তিনি আরও বলেন, রাশিয়া তার লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবে। পুতিন ইউক্রেনকে নাৎসিমুক্ত করতে চান। এটি বিজয়ের যুদ্ধের একটি ভিত্তিহীন অজুহাত বলে দাবি করেন ইউক্রেন ও পশ্চিমারা।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৮৫ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।
ওআ/