ইন্দোনেশিয়ায় ৬.১ মাত্রার ভূমিকম্প
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (২৯ আগস্ট) সকালে এ দ্বীপটিতে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে দেশটির ভূতত্ত্ব বিভাগ। খবর রয়টার্সের।
ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূতত্ত্ব বিভাগ (বিএমকেজি) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল পশ্চিম সুমাত্রা দীপের মেন্টাওয়ারি দ্বীপপুঞ্জে। স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় এ কম্পন অনুভূত হয়। তবে এতে সুনামির সতর্কতা জারি করা হয়নি।
বিএমকেজির একজন মুখপাত্র জানিয়েছেন, উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪।
দ্বীপটিতে আজ সকাল থেকে পরপর তিনবার ভূকম্পন অনুভূত হয়। এর মধ্যে ভোরে ৫.৪ মাত্রার রিক্টার স্কেলে এবং এর এক ঘণ্টা পর ৫.৪ মাত্রার রিক্টার স্কেলে ভূমিকম্প আঘাত হানে। সর্বশেষ আঘাতের মাত্রা ছিল ৬.১ রিক্টার স্কেল।
এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে দালানের ঘরবাড়ি।
স্থানীয় কর্তৃপক্ষ রয়টার্সকে জানায়, ভূমিকম্প আঘাত হানার পর স্থানীয়দের সরিয়ে উঁচু স্থানে নেওয়া হয়েছে। এছাড়া এ ঘটনায় স্কুল এবং কিছু গির্জাতে ফাটল দেখা দিয়েছে।
এদিকে স্থানীয়দের আফটার শকের বিষয়ে সতর্করা করা হয়েছে এবং আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ওআ/