আলকায়দা যোগের অভিযোগ, গুঁড়িয়ে দিলো মাদ্রাসা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


আলকায়দা যোগের অভিযোগ, গুঁড়িয়ে দিলো মাদ্রাসা

আবারও আসামরাজ‍্যে বুলডোজার সাহায্যে গুঁড়িয়ে দিলেন মাদ্রাসা। ওই মাদ্রাসাটির সঙ্গে জঙ্গিগোষ্ঠী আলকায়দা যোগ রয়েছে বলে অভিযোগ। আলকায়দাযোগের অভিযোগে কয়েকদিন আগে পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করা হয় বলে জানা যায়।

বুধবার (৩১ আগস্ট) আসামরাজ‍্যের বঙ্গাইগাঁও এলাকায় অবস্থিত ওই মাদ্রাসাটি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। সম্প্রতি উত্তরপ্রদেশে বুলডোজারের সাহায্যে দেশদ্রোহী অভিযুক্তদের বাড়িঘর ভেঙ্গে দেওয়ার একাধিক ঘটনা ঘটেছে। এবার মাদ্রাসা গুড়িয়ে দিতে বুলডোজারের দেখা মিলল আসামে। 

কিছুদিন জঙ্গিযোগের অভিযোগে রাজ‍্যের মৈরাবাড়ির মরিগাঁও এলাকায় অবস্থিত একটি মাদ্রাসা ভেঙ্গে ফেলা হয়। তার আগে একই ধরনের অভিযোগে আরও একটি মাদ্রাসা ভাঙে প্রশাসন। বঙ্গাইগাঁওয়ের মাদ্রাসাটি ভাঙ্গা নিয়ে এসপি স্বপ্ননীল ডেকা সাংবাদিকদের জানান, জঙ্গিগোষ্ঠী  আলকায়দার সঙ্গে যুক্ত এক ব‍্যক্তিকে খুঁজতে সম্প্রতি ওই মাদ্রাসায় তল্লাশি অভিযান চালায় গোয়ালপাড়া জেলা পুলিশ। এরপর প্রশাসনের নির্দেশ মতো মাদ্রাসা ভাঙ্গার কাজ হয়। স্বপ্ননীল আরও বলেন, জেলা প্রশাসনের বক্তব‍্য, মাদ্রাসা ভবনটি নির্মাণে ক্রটি ছিল। ভবনটি মানুষের বসবাসের পক্ষে বিপজ্জনক।

তাছাড়া পুর আইন মেনে সেটি তৈরি হয়নি। এইসব কারণেই তা ভাঙ্গা হচ্ছে। উল্লেখ্য, কিছুদিন আগে আসামে বাংলাদেশি জঙ্গি ঢুকছে বলে উদ্বেগ প্রকাশ করেন মুখ‍্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা তারপর থেকেই ব‍্যাপক ধরা পাকড় শুরু হয়েছে রাজ‍্যে। এখন পর্যন্ত ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ‍্যে অনেকেই মাদ্রাসার ইমাম ও শিক্ষক। 

আসাম মুখ‍্যমন্ত্রীর দাবি, আসামে জিহাদি কার্যকলাপের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। সম্প্রতি পাঁচটি ঘটনায় বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসারুল ইসলামের যোগ মিলেছে বলে জানিয়েছেন তিনি। এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন হতে হবে,  বলেন আসামের মুখ‍্যমন্ত্রী। সন্দেহভজন মনে হলেই পুলিশকে খবর দিতে বলেছেন তিনি। এরপর থেকে এই বিষয়ে তিনটি মাদ্রাসা ভাঙ্গা হল।

আরএক্স/