জানালা দিয়ে পড়ে রুশ তেল কর্মকর্তার মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


জানালা দিয়ে পড়ে রুশ তেল কর্মকর্তার মৃত্যু

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম জ্বালানি কোম্পানি লুকঅয়েলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ভাইস প্রেসিডেন্ট রাভিল মাগানভ মস্কোর একটি হাসপাতালের জানালা দিয়ে নিচে পড়ে মারা গেছেন। কয়েকটি সূত্রের বরাতে রুশ সরকারি বার্তাসংস্থা তাস নিউজ এজেন্সি জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন।

যদিও রুশ কর্তৃপক্ষ বলছে, অসুস্থতাজনিত কারণে মাগানভ মারা গেছেন। লুকঅয়েলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর অসুস্থ হয়ে রাভিল মাগানভ মারা গেছেন। লুকঅয়েলের পাশভপাশি রাশিয়ার তেল ও গ্যাস খাতে তার ব্যাপক অবদান রয়েছে। তার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করছে লুকঅয়েল।

রুশ গণমাধ্যমগুলো জানায়, মাগানভ মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়। তবে তাস নিউজ এজেন্সি জানায়, হাসপাতালের সাত তলার একটি জানালা দিয়ে নিচে পড়ে তার মৃত্যু হয়।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান পরিচালনার পরপরই এ সংকটের আশু সমাধান করার আহ্বান জানায় লুকঅয়েল বোর্ড। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতিও প্রকাশ করে তারা। এপ্রিলে লুকঅয়েলের প্রেসিডেন্ট ভাগিট আলেকপেরভ পদত্যাগ করেন। এর আগে ইউক্রেন অভিযানের জেরে তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য। তারপরই এ সিদ্ধান্ত নেন আলেকপেরভ।

ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানের পরই বেশ কয়েকজন উচ্চপদস্থ রুশ ব্যক্তিত্বের রহস্যজনক মৃত্যু হয়। তাদের মধ্যে সর্বশেষ আজ মারা গেলেন রাভিল মাগানভ। কর্তৃপক্ষ বলছে, মাগানভের মৃত্যু কীভাবে হয়েছে তা জানতে তদন্ত করা হচ্ছে।

আরএইচ/