সু চিকে আরও তিন বছরের দণ্ড


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সু চিকে আরও তিন বছরের দণ্ড

অং সান সু চিকে নির্বাচনে জালিয়াতির অভিযোগে আরও তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় স্থানীয় সময় শুক্রবার (২ আগস্ট) তাকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সু চি ও তার দলের নেতাদের গ্রেপ্তার করে ক্ষমতা দখলে নেয় মিয়ানমারের সেনাবাহিনী। এরপর নোবেল বিজয়ী ও মিয়ানমারের সামরিক শাসনের বিরোধিতাকারী সু চির বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে নির্বাচনী বিধি লঙ্ঘনের দায়ে প্রায় ১৮টি অভিযোগ আনা হয়। ইতোমধ্যে তাকে বিভিন্ন অভিযোগে ১৭ বছরেরও বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০২০ সালে নভেম্বরে মিয়ানমারের সাধারণ নির্বাচনে সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে। এ নির্বাচনে জালিয়াতির অভিযোগ আনে জান্তা সরকার। শুক্রবার আদালত এ অভিযোগে সু চিকে দোষী সাব্যস্ত করে তিন বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। 

ক্ষমতাসীন সামরিক সরকারের একজন মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে জান্তা বলেছে, সু চিকে যথাযথ প্রক্রিয়া শাস্তি দেওয়া হচ্ছে।

এর আগে  (১৫ আগস্ট) দেশটির জান্তা সরকার শাসিত একটি আদালত দুর্নীতির মামলায় সাবেক এ প্রধানমন্ত্রীকে ছয় বছরের কারাদণ্ড দেয়। স্বাস্থ্য ও শিক্ষার প্রচারে গঠিত ‘ডাও খিন চি’ ফাউন্ডেশনের তহবিল থেকে অর্থ হেরফেরের মামলায় এই রায় দেওয়া হয়।

চলতি বছরের ২৭ এপ্রিল মিয়ানমারের একটি আদালত দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে সু চিকে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন। 

আরএইচ/