গণতন্ত্র এখন আক্রান্ত: বাইডেন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


গণতন্ত্র এখন আক্রান্ত: বাইডেন

যুক্তরাষ্ট্রের জনগণের অধিকার এবং নির্বাচনের স্বাধীনতা কিভাবে এখনো ‘আক্রমণের শিকার’ সে প্রসঙ্গটি তুলে ধরেছেন জো বাইডেন। তিনি পরিস্কারভাবে তুলে ধরেন যে আমেরিকার জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের স্বাধীনতা সুরক্ষিত রাখতে চান।

তিনি বলেন, গণতন্ত্রের প্রতি সম্মান না দেখালে যুক্তরাষ্ট্রের আদর্শ বিনষ্ট হবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফিলাডেলফিয়ায় এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাইডেন বলেন, এটা মনে করার কারণ নেই যে এই যুক্তরাষ্ট্রে গণতন্ত্র হুমকির সম্মুখীন নয়। প্রসঙ্গত তিনি ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে বিশৃঙ্খলা ও সহিংসতার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন গণতন্ত্র এবং সব মানুষের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন না করলে যুক্তরাষ্ট্র যে আদর্শ ২০০ বছর ধরে রক্ষা করে আসছে সেই আদর্শ বিনষ্ট হবে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করলেও তিনি বলেন, তিনি মনে করেন না সব রিপাবলিকানই বিভাজন ও সহিংসতার পক্ষে। তবে তিনি সতর্ক করে দেন যে গণতন্ত্রকে খর্ব করার যেকোনো প্রচেষ্টা সহিংসতার সুত্রপাত ঘটাতে পারে। তিনি ইন্ডেপেন্ডেন্স হলের সামনে দাঁড়িয়ে তার ভাষণে বলেন, ‘আজ রাতে এখানে দাঁড়িয়ে আমি বলতে পারি আমাদের গণতন্ত্র এখন আক্রান্ত।’

তবে এই সতর্ক বার্তার পাশাপাশি তিনি এ কথাও বলেন যে যুক্তরাষ্ট্রের জনগণ প্রতিকূল অবস্থা জয় করেছে। তিনি বার বার বলেন, ‘উই দ্য পিপল’ অর্থাৎ আমরা এই জনগণ সবকিছু সাধন করতে পারি। ধর্ম-বর্ণ নির্বিশেষ সব আমেরিকান অবিভাজিত ভাবে ঐক্যবদ্ধ থাকবেন এই প্রত্যাশা রেখে তিনি তার ভাষণ শেষ করেন।

সূত্র : ভয়েস অফ আমেরিকা 

আরএইচ/