যৌন নিপীড়নের মামলায় ধর্মগুরু গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ভারতের কর্ণাটকের দুই স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় ধর্মগুরুকে গ্রেফতার করা হয়েছে। তার নাম শিবমূর্তি মুরুগা শরানারু। গতকাল বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে কর্ণাটক পুলিশ।
গ্রেফতার শিবমূর্তি জগৎগুরু মুরুগারাজেন্দ্র বিদ্যাপীঠ মঠের প্রধান ধর্মগুরু। প্রদেশটির মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাইয়ের নেতৃত্বাধীন সরকার এ বিষয়ে যথেষ্ট কাজ করছে না—এমন অভিযোগে এবং এ নিয়ে ব্যাপক ক্ষোভের মুখে শিবমূর্তিকে গ্রেফতার করা হলো।
প্রদেশের আইনশৃঙ্খলার এডিজিপি অলোক কুমার বলেন, যথাযথ পদ্ধতি অনুসরণ করে তার মেডিকেল পরীক্ষা ও তদন্ত করা হবে। তাকে বিচারকের সামনে হাজির করা হবে।
এর আগে ধর্মগুরু শরানারুর করা আগাম জামিন আবেদনের শুনানি আজ শুক্রবার পর্যন্ত স্থগিত করেন কর্ণাটকের একটি আদালত।
শীর্ষ এই ধর্মীয় নেতার বিরুদ্ধে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইনে (পকসো) মামলা করা হয়েছে।
সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস
আরএইচ/