আফগানিস্তানে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৮
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
আফগানিস্তানে হেরাত শহরের একটি মসজিদের পাশে বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে তালেবানের শীর্ষ এক আলেম ও বেসামরিক লোক রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
একটি ভিডিওতে দেখা যায়, মসজিদের বারান্দায় রক্তাক্ত ছিন্নভিন্ন দেহগুলো ছড়িয়ে-ছিটিয়ে আছে।
প্রদেশের গভর্নর দফতরের মুখপাত্র হামিদুল্লাহ মোতায়াক্কিল বলেন, বিস্ফোরণের ঘটনায় ১৮ লোক শহিদ ও ২৩ জন আহত হয়েছেন।
শুক্রবার (২ সেপ্টেম্বর) জুমার নামাজের সময়ের আগে গোজারগাহ মসজিদের সামনে বিস্ফোরণ ঘটে।
হেরাত পুলিশের মুখপাত্র মাহমুদ রাসোলি জানান, গোজারগাহ মসজিদের ইমাম মুজিব রাহমান আনসারি তার কিছু নিরাপত্তাকর্মী ও কিছু বেসামরিক লোক মসজিদটিতে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের আগে আত্মঘাতী বোমাকারী নিজের হাতে চুমু দেওয়ার পরই বিস্ফোরণটি ঘটেছিল।
আরএইচ/