ফের লকডাউনের কবলে চীন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ফের লকডাউনের কবলে চীন

ফের চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিন বাড়ছে শনাক্তের সংখ্যা। এমন অবস্থায় চীনের অন্যতম শহর চেংডুতে জারি করা হয়েছে কঠোর লকডাউন। ঘরবন্দি হয়ে পড়েছেন দুই কোটি দশ লাখের বেশি মানুষ। সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে এমন তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, শহরের অধিকাংশ মানুষের মধ্যে লক্ষ্য করা গেছে করোনার বিভিন্ন উপসর্গ, যা নতুন করে চিন্তা বাড়িয়েছে চেংডু প্রশাসনের। চেংডু জুড়ে জারি হয়েছে লকডাউন। চলছে স্বাস্থ্য পরীক্ষাও। 

চীন প্রশাসনের চিন্তাবৃদ্ধির কারণ হলো চেংডু শহরটি অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেচুয়ান প্রদেশের রাজধানী চেংডুতে অধিকাংশ বাসিন্দাকেই ঘরবন্দি হয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

চীন হলো সর্বশেষ বৃহৎ অর্থনীতি যারা করোনা শূন্য নীতি গ্রহণ করে লকডাউন জারি করেছে। এছাড়া গণ পরীক্ষা ও দীর্ঘ কোয়ারেন্টাইনের মাধ্যমে ভাইরাস মোকাবিলা করছে দেশটি।

দক্ষিণ-পশ্চিমে চেংডু শহরে লকডাউনের বিষয়ে প্রশাসনের বিবৃতিতে বলা হয়েছে যে, সংক্রমণের নতুন তরঙ্গের বিরুদ্ধে লড়াই করতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে বাসিন্দাদের অবশ্যই 'নীতিগতভাবে বাড়িতে থাকতে হবে'।

প্রতিটি পরিবারকে প্রতিদিন মুদি এবং প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য একজনকে বাইরে পাঠানোর অনুমতি দেওয়া হবে। তবে তার আগের ২৪ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার ফল নেগেটিভ থাকতে হবে।

রোববারের মধ্যে সমস্ত বাসিন্দাদের ভাইরাসের জন্য পরীক্ষা করা হবে এবং একদম প্রয়োজন না হলে শহর ছেড়ে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রাথমিকভাবে রোববার পর্যন্ত চেংডুতে জারি থাকবে লকডাউন, তারপরে পরিস্থিতি আবারও পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহন করবে স্থানীয় প্রশাসন। চেংডুর পাশাপাশি দক্ষিনে শেনজান থেকে উত্তর পূর্বে ডালিয়ানও মেয়াদ বৃদ্ধি করেছে লকডাউনের। 

তবে এরইমধ্যে আশার কথা শুনিয়েছে স্থানীয় প্রশাসন। প্রশাসন সূত্রে জানা গেছে নতুন করে অবস্থার অবনতি না হলে কোথাও দীর্ঘমেয়াদি লকডাউনের পরিকল্পনা নেই প্রশাসনের। তবে চেংডুর অবস্থা নিয়ে বিশেষভাবে চিন্তিত স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, চীনে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৮২২ জন। আর মৃত্যু হয়েছে ৫ হাজার ২২৬ জনের।

আরএইচ/